সম্পাদকীয়


সম্পাদকীয়

আসলে অণু-পরমাণু নিয়েই যত টানাটানি। আমরাও টানলাম। এইসব সমবেত টানাটানিতে বিলম্বিত পোস্টমডার্ন  বাবলগাম  কিংবা নেকুকুদু মেগা সিরিয়ালের এর পরিবর্তে নিয়ে এলাম বেশ কিছু ঝকঝকে
সোনারোদ্দুর। আরো ছিল। তবে তাতে মেঘ করেছিল বেশ। তাই।

মেঘ আমাদের মনেও বেশ।  খবর এল নবারুণ দা  আর নেই। আমরা শোকস্তব্ধ। বড়ো বেশি ক্ষতি হয়ে গেল আমাদের। আমাদের ঘাসবনের মেঘেগুলো কাঁদছে খুব। আমরাও। ভালো  থেকো তুমি ভালো থাকার দেশে। আমরাও থাকবো, আরো কিছু দিন, কালো মাখার শেষে।

পুনশ্চঃ এই সংখ্যায় একটি অণুগল্পগ্রন্থ প্রকাশিত হল। কেমন লাগল জানাবেন।  


মন্তব্যসমূহ