অমিতাভ দাস



অমিতাভ দাস
এ তুমি কেমন তুমি

শুভঙ্কর অনেক অনেক বছর পর সেই রাস্তাটায় বাইক নিয়ে যাচ্ছে । অথচ এখানে এসেই ওর গতি কমে গেল...
বছর দশেক আগে শুভঙ্করের জীবনে একটা দুর্ঘটনা ঘটে । সে ঈশ্বরে বিশ্বাস হারিয়ে অষ্টমীর দুপুরে  অঞ্জলি না দিয়ে কেবল মদ খেয়ে কাটায়। বন্ধু দেবু  আসে সন্ধ্যায়। ওরা গ্রামের পুজো দেখতে যায়। স্টুডেন্টরা নেমন্তন্ন করেছিল। যে রাস্তায় কখনো যায়নি আগে--একটু একটু করে খুঁজে পায় সেই কাঙ্খিত গ্রাম। নন্দিনী খবর পায় শুভঙ্করদা এসেছে। সে নিজে এসে ওদের বাড়িতে নিয়ে যায় । ফেরার পথে দেবু বলে, কখনো বারে যাইনি। চলো। গিয়ে ওরা বিয়ার খায়। সেখানে নন্দিনীকে নিয়ে আলোচনা হয়। দেবু বলে,ও তোমায়  ভালোবাসে শুভঙ্করদা।
--কিন্তু...
 --কোনো কিন্তু না শুভদা।
তারপর প্রেম। সিনেমা। নাটক। নন্দন। হাতিবাগান--বিয়ে ঠিক। বিয়ের একমাস আগে শোনা গেল নন্দিনী পালিয়েছে। ছেলে এম বি এ। ফেসবুক প্রেম ।
দেবু আজ আর কাছে নেই শুভঙ্করের। বাইরে থাকে। সেই বার'টা আছে ।  সেই রাস্তাটাও। সেই মিস্টির দোকান...
আজ অনেক বছর পর শুভঙ্কর বারের সামনে এসে বাইক থামাল।

মন্তব্যসমূহ