সঞ্জয় ঋষি


সঞ্জয় ঋষি
নতজানু  

মনের ভিতর মন ঢুকে গেলে আমরা ঢুকে যাই অন্য শরীরে। তখন দু'টি শরীর আর থাকে না। থাকে একটি শরীর একটি মন। একটু এদিক ওদিক হতে থাকলে ব্রেক নিয়ে অন্য পথ খোঁজে।

কে কাকে পরিচালনা করে? শরীর মনকে নাকি মন শরীরকে?
জলে যদি নৌকা ছেড়ে দেওয়া হয় সে নৌকা সতেজ। কিন্তু যে নৌকা স্থলে রাখা হয় সেটি হয় মনমরা নৌকা। তবে কে কার কাছে নতজানু হয়? ঈশ্বরের কাছে আমরা সবাই নতজানু, দেবীর কাছে আমরা নতজানু, ভালোবাসার কাছে নতজানু। আর এই নতজানু গ্রহন করার জন্য একটা ভালো মন চাই...যা পাল তোলা নৌকার মতো জীবনকে এগিয়ে নিয়ে যাবে।

মন্তব্যসমূহ