.jpg)
সুব্রত মণ্ডল
ঝরনা -এক
নিজেকে টুকরো টুকরো করে বিলিয়ে দিলাম।
ঝরনা-দুই
পাথর এভাবে ডাকবে......
আমাকে সবাই পাগলি বলে।
সেই ফ্রক এখন লুকানো
যাতে পালানোর দাগ লেগে আছে।
ঝরনা-তিন
পাথর আসতেই চাইছিল না।
কি করি আমি?
পাথরের টুকরো ফেলে একা একা হেঁটেছি
সমুদ্রের দিকে
প্রতিদিন ছুঁয়ে দেখি বালি
অচেনা লাগে নিজেকে।
ঝরনা-চার
কতবার ভুল লিখেছে
আজ ও লেখে
প্রমাণ চাও সমুদ্রে ঘুরে এসো
লেখো তোমার নাম বালির উপর।
মন্তব্যসমূহ