প্রবাল মুখোপাধ্যায়

প্রবাল মুখোপাধ্যায়
মধু ও চাঁদ 

চাঁদ থেকে টুপ টুপ
ঝরে যাওয়া মধু আর ভালোবাসা দিয়ে
বিশ্বাসের ভিতে গড়ে তুলছি
সম্পর্কের স্থাপত্য
যে সব নুড়ি ও কাঁকর
তোমার পায়ের পাতা ছুঁয়ে গেছে
সেগুলো গুছিয়ে রাখছি টুকিটাকি সন্ধ্যে গুলোয়
যখন সমুদ্র থেকে উঠে আসা লোনা জল
বাড়িয়ে দিছছে তোমার লাবণ্য
পরিপাটি করে ইস্ত্রি করে
স্মৃতি গুলো তুলে রাখছি ভবিষ্যতের দেরাজে
এইসব করতে করতে
আমাদের ফেরার টিকিট হারিয়ে গেছে
আর আমরা তুমুল আদরে ভরিয়ে দিচ্ছি
আমাদের অসমাপ্ত পরিচ্ছেদ ।


মন্তব্যসমূহ