পাপড়ি গুহ নিয়োগী রঙমহল সময়ের লক্ষাধিক আয়ু পার করে তুমি এলে নৈঃশব্দ্যের মধ্যে স্মৃতির রঙমহলে একা বসে আছি নতুন সুখের ফুল ফোটাবো বলে তাতে দীর্ঘমেয়াদী ভালোবাসার মানুষ থাকবে নিমফুলের গন্ধে আর অকৃত্রিম ভালোবাসা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছি বাঁচার তাগিদে।
মন্তব্যসমূহ