অচেনা যাত্রী ১০/পৃষ্ঠাঃ৫

স্মরণঃ  অর্ণব দত্ত/কুমারেশ পাত্র

যেতে পারি .....এবং চলেই যাবো! সে আমন্ত্রণ আমি এড়িয়ে যেতে পারিনা...

সে চলেই গেল। অথচ যাবার কথা ছিল না। যাবার আগে বলে গেল,
"বহুদিন সকাল দেখিনি প্রভু
বলিনি কাউকে রাতপরী আমার আর বশীভুত নয়।

মরফিন এখন নিছকই এক বান্ধবী মাত্র,
কখন কখন ঢেকে দেয় চোখ সাদা শাড়ির আড়ালে...
শব্দেরা ঠিক কালোবেড়ালের মতো
টেবিল থেকে হঠাৎ ফেলে দেয় গ্লাস-

অশনি সংকেত...
সে আমন্ত্রণ আমি এড়িয়ে যেতে পারিনা।"

শব্দের জগতের মানুষ এভাবে নৈঃশব্দ্যে হারিয়ে যায়! এই অবেলায়। আত্মহননের শয়নযানে!
ভালো থেকো তুমি। ঘুমের দেশে। আমাদের জন্য রেখো আরাম কেদারা। আমরাও আসছি।পেছনে।নীরবে।

          অর্ণব দত্ত(১৩ অক্টোবর,১৯৮৭--২২ এপ্রিল,২০১৪)

মন্তব্যসমূহ