দেবাশিস মুখোপাধ্যায়/অচেনা যাত্রী-১১/পাতা-

দেবাশিস মুখোপাধ্যায়
বিষাদ কথা 

কণিস্কের কাছে ঋণ হয়ে আছে বলে
সন্ধ্যাকালীন সময়ে মাটির ভাঁড়উপুড় করে ফেলি

পাখিরা কি তাড়াতাড়ি ঝড়ের মতলব বোঝে
তবুও সবকিছুর শেষে অজস্র পালকের নিহত ছবি

দ্বৈপায়ন হ্রদে দুর্যোধনকেও ব্যথিত করে একলা
আসন্ন মৃত্যুকে তবে একবার চুমু খেয়ে যাই

লক্ষ্মীর পটের কাছে তুলি তুলে রাখি
রাখাল বালকের কানে কানে গোধূলী এলো বলে

 পেঁয়াজবিহীন পান্তা এভাবে একটি
বিষাদ সিনেমাটোগ্রাফি পেল ....






মন্তব্যসমূহ