অলক বিশ্বাস

অলক বিশ্বাস
ক’দিন

এখন যেমন উড়তে গিয়ে দেখি
আমরা আছি অনেক কাছাকাছি
অনেক কিছু দিলে নতুন করে
আমি কি পেরেছি ?

ছুঁয়ে যাচ্ছো একটু একটু করে
হচ্ছে শীতল এখন আগুনবেলা
মুছলে ক্ষত ভালোই হবে
বুঝলে আলো, খুলবো জানালা।

ঋণী কি হয়েছি ক’দিনে
বলো চোখ, বলো আলাপন ?
শোধ হোক চেয়ো না ছাইপাশ
ডুবে যাচ্ছো দামোদর, ডুবছি এখন ।




পাগলামি

রঙ-তুলিতে আঁকতে আঁকতে দেখি
একটি দুপুর হয়েছে মাখা
একটু রঙিন অবেলার বেলা
যেসব তোমার জন্য রাখা।

একটি গল্প বেশ তো হলো শুরু
তুমি ও আমি গল্প দিয়ে হাঁটি
এখন দারুণ স্রোত যদিও
হয় না যেন সোনার পাথর বাটি।

দুই দরজা খুললো কেবল
কে খুললো জানো?
সেই মেয়েটা শুনলে হাওয়া
আসবে কি কখনো?

গল্প আমার গল্গে থেকো
খানিকটা পাগলামি
অমূল্য প্রেম বোশেখ দিলে
সোনার চেয়ে দামি।

মন্তব্যসমূহ