অমিতাভ দাস


অমিতাভ দাস
হাইকু
এক

জল তখন
ঝরনা নয় ,যেন
উড়ুক্কু মাছ ।


দুই
যেখানে তুমি
জ্যোত্স্না ঢেলে দিলে
সেখানে শান্তি


তিন
তুমি জানতে
বিশুদ্ধ ভালোবাসা
কাদা ও বালি ।

চার

'যে রাতে মোর'
বিরহ চন্দনের
ছায়া আঁকছে...

পাঁচ

ছায়ারা কাঁপে
তোমার সীমানায়
যাবে না অলি

ছয়

চৈত্র দুপুরে
এলে যদি বিষাদ
দাঁড়িয়ে কেন ?

সাত

বৃষ্টির খেলা
তপ্ত বালুকা ভেজে
কামনা রসে

আট

তুমি তো নেই
গন্ধ আছে সুখের--
শালুক ভেজা

নয়

হাওয়া দিক
খসে যাক হৃদয়
তুমি তো আছো !


দশ

যাবে না বলে
কৃষ্ণচূড়ায় লাল ,
দিয়েছো তুমি

মন্তব্যসমূহ

Amitava Das বলেছেন…
আমার এই কবিতা গুলো ছাপানোর জন্য আমিত ও অচেনা যাত্রীকে ধন্যবাদ ।