উৎপল দে /অচেনা যাত্রী-১১/পাতা-

উৎপল দে 
তিলক 

বিষফুল ঢেকে নেয় আমার সকাল। পাখিদের ওড়াউড়ি
অথবা কুজন, নলখাগড়ার বনে হামাগুঁড়ি খেলে
বেহুলার শাপ লেগে বেজে ওঠে সতী-গান
আঙুল জড়িয়ে নেয় হা-হুতাশ। পতাকাও মানে না নিষাদ
দু-মুখো যাত্রাপথে বিকেলের ডাক... জল ও মাটির
চরাচরে... জাল পাতা ইষ্টিকুটুম। কপালে ফাগুন আঁকা
হলুদ গাছের ।


মন্তব্যসমূহ