মধুমিতা ভট্টাচার্য/ অচেনা যাত্রী -১১/ পাতা-

মধুমিতা ভট্টাচার্য
অমলতাস

আমরা যখন মেদুর রাতে ভোরের কথা বলি
তুলট মেঘে চাঁদ ঘুমিয়ে থাকে
আমরা যখন ভোরের আলোয় দৃষ্টি ধুয়ে রাখি
একলা পাখি ইষ্টিকুটুম ডাকে।

আমরা যখন ঘরে এবং বাইরে কানামাছি
দুপুর বিকেল অপেক্ষা-উন্মন,
আমরা যখন অফিস ঘরের চৌখুপীতে বাঁচি  
মুঠোয় বাজে মোবাইলে রিং-টোন।

আমরা যখন হঠাৎ করে সাউথ-সিটি মল
আমরা যখন ভিক্টোরিয়ার ঘাস,
আমরা যখন ঘরের পথে সন্ধ্যামুখী হাঁটি
ব্যালকনিতে দাঁড়ায় অমলতাস।

আমরা যখন দুপুর জুড়ে রোদের বিকিকিনি
আমরা যখন এক হাঁটু জল মাপি,
তখন অমল পানকৌড়ি, শ্যাওলা সবুজ ঘ্রাণ,    
হলুদ বুকে চোরাবালির ঝাঁপি।

মন্তব্যসমূহ