মাসুদ খান


মাসুদ খান
বংশলতিকা

পোকায়-কাটা এ বংশলতিকা হে,
মাঝে-মাঝে রিফু-করা তাতে...

কীটকলঙ্কের ফাঁড়া পেরিয়ে আদৌ
কি সম্ভব বেড়ে ওঠা তার?

তবুও লতিয়ে ওঠে বংশলতা,
কালে-কালে, লতার নিয়মে।




শান্তি ও সংঘর্ষ
আগুনের সঙ্গে চলে বাতাসের
ক্ষণমৈত্রী-ক্ষণবৈরী কানাকানি...
আর তাতে ক্ল্যাশ লেগে যায় রীতিমতো
ফ্ল্যাশ মব আর স্মার্ট মবে
দেশে দেশে, দিগবিদিকে।

পরে, জোর করে জুটি বাঁধাতে তাদের
দরকার পড়ে শটগান বিবাহের।

গ্লানি
এক ঘুণলাঞ্ছিত আসবাব, শান্ত সেগুনকাঠের।
তার গ্লানি, তার
আহত ব্যক্তিত্ব, তার যত ঘুণরন্ধ্রপথ...

সেই রন্ধ্রপথে ঘটে তার কেঠো রাগরেচন।

মন্তব্যসমূহ