শঙ্কর দেবনাথ/অচেনা যাত্রী-১১/পাতা-

শঙ্কর দেবনাথ 
চতুর দশপদী

রজঃস্বলা রমণীর মনের মতন রমণীয়
বুকের গহনে আশা সকালের মতো কমনীয়
সুখে ছবি আঁকে আর রাতের মতন জেগে থাকে
একা একা সারারাত কুলহারা ভুল নদী বাঁকে

ধারাপাত মুছে যায় ঝর ঝর খর ধারাপাতে
কারা এসে পুঁতে দেয় দুব্বোঘাস যেন সারা হাতে
তবু আশা সর্বনাশা নদীর মতন ছলোছলো
হবু-গবু মন তবু শিশিরের মতো ঝলোমলো

কৃষ্ণপক্ষ  চাঁদের মতন গল্প নেমে আসে চোখে
তবু এই নপুংসক অন্ধকারে তোকে চাই -তোকে

মন্তব্যসমূহ