পত্রিকা রিভিউ

কুমারেশ পাত্র 

ইতিকথা
সদ্য হাতে এল  'ইতিকথা'  সাহিত্য পত্রিকার বইমেলা-বসন্ত সংখ্যা । পাঁচ বছর ধরে বছর  ছাব্বিশের  এক উদ্যমী যুবকের হাত ধরে পত্রিকাটি  বাংলা সাহিত্যের  মুখপত্র হয়ে দাঁড়িয়েছে ।অসাধারণ কিছু কবিতা ও গল্পে ভরপুর এবারের সংখ্যাটি । "হিমের আবেশ নিয়ে বিকেলের শেষ রোদ যেতে/ তোমার চুলের 'পর ! আমি দূরে , তাকিয়ে রয়েছি!( তীর্থঙ্কর মৈত্র/ বলো তুমি রানু)  ;  "তুমি ঘুড়ি ভাবছিলে তো/সুতোকে তার/ যে ভাবে  হরকত জাগে বেতারে/  জানলা দিয়ে ভেসে আসে কাদের সাহানা " (  বারীন ঘোষাল/ দাদুরী ) ; "নৌকামিথুন শেষে বাড়ি ফিরে রূপে গুণে প্রখর পাগল... কী দরকার পড়ে  আর ট্যাবলেটের   কী দরকার পড়ে আর খইনি  চুনের ..." (অলোক বিশ্বাস/ শ্রীভূমি)   ইত্যাদি  পংক্তি গুলো বারবার পড়তে ইচ্ছে করে। সঞ্জয় ঋষি, সহেলী রায়, মধুমঙ্গল বিশ্বাস , সজল সমুদ্র , অমিতাভ দাস , সুব্রত গঙ্গোপাধ্যায় , গৌরী মিত্র , দেবাশস বিশ্বাস , চন্দন ঘোষ ,শূদ্রক উপাধ্যায় প্রমুখের কবিতা ঠোঁটে  লেগে যায়। পত্রিকাটিতে ভালো কবিতার পাশাপাশি রয়েছে বেশ কিছু ভালো গল্প। বেবি সাউ , বিবেক ভট্টাচার্য , তন্ময় ভট্টাচার্য , বিতান চক্রবর্তী প্রমুখের গলগুলি বেশ । এছাড়া দেবাশিস  দাশের প্রবন্ধ ,  সঞ্জয় ঋষি-র কাব্যগ্রন্থ  '২৬ শে অক্টোবর'-কে নিয়ে বারীন ঘোষালের 'অনুভব' আমাদের ভালোলাগে।  সৈকত ঘোষ এর মুক্তগদ্য   তৈরি  করে এক ভাবনার জগৎ ।শেষমেশ দুটি কথা বলার, কয়েকটি লেখা না রাখলে ও পত্রিকাটি আর  একটু সাজানো হলে বেশ ভালো হত। পত্রিকা ও তার সম্পাদকের জন্য রইল অনেক শুভেচ্ছা ।

'ইতিকথা' 
সম্পাদক//ধীমান ভট্টাচার্য  
মূল্যঃ ২৫ টাকা


শ্রীবুদ্ধ পাঠক
হৃদয়ের টুকরো  গল্প


হৃদয়ের টুকরো গল্প হাতে এল।অণুগল্পের কাগজ ।ছোটোখাটো ।ছিমছাম ।অনেকের অণুগল্প আছে ।তবে বেশ কিছু ভুল চোখে লাগার মতো ।অমিতাভ দাস হয়েছে আমিতাভ দাস । অণুগল্প নিয়ে গদ্য থাকলে ভালো লাগতো ।সম্পাদককৃত অণুগল্পের সংজ্ঞা তেমন গ্রহনযোগ্য মনে হল না ।যদিও এ নিয়ে আলোচনার অবকাশ আছে । আছে জ্যোতির্ময় ভট্টাচার্য, অমিত কুমার বিশ্বাস ,অমিতাভ দাস ,শূদ্রক উপাধ্যায় ,বিভাস রায়চৌধুরী ও আরো অনেকের অণুগল্প । এতগুলো গল্প একসঙ্গে পাওয়া দারুণ অভিজ্ঞতা ।সম্পাদক শান্তনু হালদারকে অভিনন্দন ।

হৃদয়ের টুকরো  গল্প
সম্পাদকঃ শান্তনু হালদার
দশ টাকা

মন্তব্যসমূহ