সঞ্জীব চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায়
বাঁধ

মাতাল নদী উষ্ণতা মাপছ ঠোঁটে
এই মাটির ঠোঁট তোমাকে ছুঁয়েছে কতবার
ছলাৎ ছলাৎ পা দলিয়ে গেছে স্কুল ফেরত প্রেম
ঢিল ছোঁড়া শব্দ শুনেছে লোকালয়ের দূরত্ব।

রোদ্দুর ঘুমালো বুঝি কাঁধ বেয়ে নেমে আসা চুলে
কাজল ছুঁয়ে ভেসে গেল কালো কালো মেঘ।
বোধহয় কোলাহল শুরু হয়ে গেছে বাতাসে বাতাসে
একটু দাঁড়াও, কথা শোনো, নিয়মের বাঁধ ভেঙো না।

ঠিক কতটা দূরে আছে আজ নজরবন্দি আকাশ
জীবিত শবের উত্তাল নাচ, মৃতের সম্ভাষ
ফিরে চলো শান্ত হও, নিয়মের বাঁধ ভেঙো না
দহন বেলায় লিখে দিওনা প্রেমের সংহার!




মন্তব্যসমূহ