শূদ্রক উপাধ্যায়

শূদ্রক উপাধ্যায়
তারা গাঁদা

শীত আসলে ওরা জেগে ওঠে
আমার সাথে দেখা করে রোজ
আমি হাত বোলাই, মৃদু দোলায় পাপড়ি
আটটি চোখ আমায় দেখে...
মধ্যমণি হয়ে আছ
তবু কেউ দেখতেও পায়না
প্রয়োজনে তুলে নেয় সন্ধ্যার মন্দ হাত...
তুমি বলোনি সেসব কথা!
তোমার শরীর শুকিয়ে আসে
ছাই রঙে মিশে যায় শিরা...
এইমাত্র প্রজাপতি উড়ে গেল ডানায়
সেখানেই তুমি লেগে আছো...

মন্তব্যসমূহ