অচেনা যাত্রী১০ /পৃষ্ঠাঃ১১




তবু লালনমন
কুমারেশ পাত্র

আবার রাজনৈতিক পালাবদলের সংকেত । কোন দিকে দৌড়াচ্ছে  রথ? কেউ বিকলাঙ্গ তো কেউ রক্ত মেখে লাফাচ্ছে রাজা হতে।  জনগণ  বিভ্রান্ত। আবার যদি গুজরাত হয়? সত্যিতো।  আর এর ফায়দা লুটতেই কায়দা করে ঘোলা জলে নেমে পড়েছে রাম শ্যাম যদু। হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে ম্যাকবেথের ভূত! ব্যাঙ্কো সাবধান!
জনগণ আসুক। সামনে। হাতে দোতারা নিয়ে। বাজুক লালন লালন গান। চৌদিকে। সুরে সুরে সেরে উঠুক আমাদের অসুখবিসুখ, আর হবুচন্দ্রের কাপড় খুলে যাক প্রকাশ্য রাজপথে!

মন্তব্যসমূহ