তৃতীয় সংখার ঝগড়াঃপ্রেম-অপ্রেম


**প্রেম কী? অপ্রেম-ই বা কী? প্রেম ও ভালোবাসা কি একই,না আলাদা?প্রেম আমাদের শরীরে কোথায় সৃষ্টি হয়?হৃদয়ে না মস্তিষ্কে?প্রেম বলে কি আদৌ কি কিছু আছে ,না সবই হরমোন ?
১।প্রেম হল একটা মোহ।অপ্রেম বৈরাগ্য।প্রেম ও ভালোবাসা আলাদা।প্রেম মস্তিষ্কে তৈরি হয়।প্রেমের সবটাই হরমোন।ভালোবাসা বলতে বুঝি একাগ্রতা, নিবিষ্টতা।তা প্রেম নয়।
                                  ------ টুম্পা মন্ডল

২।পৃথিবী প্রেম দিয়েই সৃষ্টি । প্রেম হরমোনের প্রভাবে কম-বেশি হয় ,আবার হরমোন তেজষ্ক্রিয় করতে পারলে প্রেম অক্ষয় হয়। দেখুন না স্বামী বিবেকনন্দ মেয়েকে মা বলতেন । তাঁর হরমোনে "কাম" ছিলনা । আবার চিন্তা করেন কত প্রেমিক বিয়ে করে অশান্তিতে আছে কত বদমায়েস যৌবন না থাকলেও পতিতালয়ে নারী স্পশ করে।                         
                                      ----জাহিরুল ইসলাম

মন্তব্যসমূহ